
সোমবার ০৫ মে ২০২৫
মোহনবাগান - ৩ (ম্যাকলারেন, কামিন্স, অ্যালবার্তো)
কেরল ব্লাস্টার্স - ২ (জিমেনেজ, ড্রিনসিক)
সম্পূর্ণা চক্রবর্তী: কয়েকদিন আগে এক খুদে ভক্তের 'ইসকা নাম হ্যায় মোহনবাগান' ভিডিও ভাইরাল হয়েছিল। এদিন এই পংক্তি আদর্শ। এটাই মোহনবাগান। শেষ পাঁচ মিনিটে বদলে গেল চিত্রনাট্য। ৮৫ মিনিট পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে। সেখান থেকে ৩-২ গোলে জয় মোহনবাগানের। মোলিনার আতঙ্কের ছাপ মুহূর্তে বদলে গেল উচ্ছ্বাসে। ৯০+৫ মিনিটে অ্যালবার্তো রডরিগেজ গোল করতেই আনন্দে লাফিয়ে উঠলেন বাগান কোচ। প্রায় সেন্টার লাইনের কাছাকাছি ছুটে গেলেন। এমন আবেগের বন্যায় এর আগে ভাসতে দেখা যায়নি মোলিনাকে। হবে নাই বা কেন! তাঁর একটা মাস্টারস্ট্রোকে বাজিমাত। ৮০ মিনিট আশিক কুরুনিয়ন এবং জেসন কামিন্সকে নামানো ম্যাচ ঘোরানো মুহূর্ত। বাগানের দুই সুপার সাব এলেন, দেখলেন, জয় করলেন। দ্বিতীয় গোলের ক্ষেত্রে লাখ টাকার পাস বাড়ান আশিক। গোল করেন কামিন্স। আইএসএলে মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্স সেরা। যেকোনও সময় গোল করে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এদিন তার আরও একটি উদাহরণ মিলল। এমন নাটকীয় জয় সম্প্রতিকালে দেখা যায়নি।
প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের একাংশের গ্লানি ঢেকে দিল শেষ ১০ মিনিট। দশ মিনিটেই ম্যাচের সেরা পরিবর্ত আশিক কুরুনিয়ন। চলতি মরশুমে মোহনবাগানের সেরা জয়। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরুর থেকে ব্যবধান বাড়াল বাগান। ১২ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ২৪। ম্যাচ শেষে হাসিমুখে বাড়ি ফিরলেন ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
কেরল ম্যাচে দলে দুটো পরিবর্তন হয়। ফেরেন অ্যালবার্তো এবং শুভাশিস। সামনে একা ম্যাকলারেনকে রেখে ৪-২-৩-১ ফরমেশন শুরু করেন মোলিনা। কিন্তু শুরুতেই একটা ঝাপটা দেওয়ার চেষ্টা করে কেরল। মোহনবাগানকে ব্যাকফুটে ঠেলে দেয়। ম্যাচের প্রথম পাঁচ মিনিটে সবুজ মেরুন রক্ষণে আতঙ্ক সৃষ্টি করেন নোয়া, জিমেনেজরা। কেরলের প্রথম গোলের সুযোগ ২ মিনিটে। নোয়ার শট বাঁচান বিশাল কাইত। তার দু'মিনিট পরই আবার তাঁর পা থেকেই আক্রমণ শুরু। ৪ মিনিটে নোয়ার পাস থেকে জিমেনেজের ব্যাক হিল সরাসরি তালুবন্দি করেন বিশাল। প্রথমার্ধের বেশিরভাগ সময় বল মাঝমাঠেই ঘোরাফেরা করে। তারমধ্যে অসংখ্য মিস পাস। খেলা খুব উন্নত মানের ছিল না। মাঝমাঠ ছন্নছাড়া। দিমিত্রি পেত্রাতোস আবার অফ কালার। তবে বাগানের উইং সচল ছিল। দু'দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা চালান লিস্টন এবং মনবীর। মোহনবাগানের প্রথম সুযোগ ১৮ মিনিটে শুভাশিসের বাঁ পায়ের শট বাঁচান কেরলের গোলকিপার শচীন সুরেশ। তার কিছুক্ষণ পর সেট পিস থেকে সুযোগ। পেত্রাতোসের ফ্রিকিক থেকে মানবীরের হেড বাইরে যায়। দুই দলের কেউই আহামরি খেলতে পারেনি। তবে ফাঁকতালে ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। প্রায় ২৪ গজ দূর থেকে নেওয়া আশিস রাইয়ের দূরপাল্লার শট ফিস্ট করেন কেরল কিপার। বল একেবারে জেমি ম্যাকলারেনের পায়ের সামনে পড়ে। সুযোগসন্ধানী বিশ্বকাপার বাঁ পায়ের আলতো পুশে গোলে ঠেলেন।
বিরতির আগেই সমতা ফেরানোর সুযোগ ছিল কেরলের সামনে। কিন্তু ৪৪ মিনিটে সিটার মিস করেন জিমেনেজ। প্রীতমের পাস থেকে সামনে বিশাল কাইতকে একা পেয়েও বাইরে মারেন। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল বাগান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দপতন। ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে যায় সবুজ মেরুন। মুহুর্মুহু আক্রমণ কেরলের। ৫১ মিনিটে সমতা ফেরে। তবে কেরলকে গোল উপহার দেন শুভাশিস। বল ক্লিয়ার করতে গিয়ে জিমেনেজের পায়ে তুলে দেন বাগান অধিনায়ক। প্রায় ২২ গজ দূর থেকে দূরপাল্লার শটে ১-১ করেন স্প্যানিশ স্ট্রাইকার। একটা সময় সাঁড়াশি আক্রমণে মোহনবাগানকে চেপে ধরে কেরল। ৬০ এবং ৬৫ মিনিটে দুটো সিটার নষ্ট নোয়ার। প্রথমবার তাঁর শট বাঁচান বিশাল। দ্বিতীয়বার বাইরে মারেন। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৭ মিনিটে বিশাল কাইতের ভুলে পিছিয়ে পড়ে বাগান। আদ্রিয়ান লুনার ফ্রিকিক বাগান কিপারের হাত থেকে ফস্কে যায়। গোলে ঠেলেন মিলস ড্রিনসিক। ম্যাচে তখনও আরও নাটক বাকি। মোলিনার দুটো পরিবর্তন ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। আশিক কুরুনিয়ন এবং জেসন কামিন্স নামার পর আবার আক্রমণে ফেরে মোহনবাগান। শেষ ১০ মিনিট সবুজ মেরুনের। কেরল রক্ষণকে নাজেহাল করে ছাড়ে। ম্যাচের ৮৬ মিনিটে দিমির শট পোস্টে লাগে। তার কয়েক মুহূর্তের মধ্যে ২-২। আশিকের ক্রস থেকে পেত্রাতোসের শটে পা ছুঁইয়ে তেকাঠিতে ঠেলেন কামিন্স। ৯০+৫ মিনিটে জটলার মধ্যে থেকে জয়সূচক গোল অ্যালবার্তোর।
ছবি: অভিষেক চক্রবর্তী
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?
নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা
ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা
দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?
ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার
স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা